ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নেইমার-এমবাপের জোড়া হ্যাটট্রিকে পিএসজির বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ১০ এপ্রিল ২০২২

ফের একসঙ্গে জ্বলে উঠলেন পিএসজির তিন তারকা। ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। কিলিয়ান এমবাপে ও নেইমার জুনিয়র করলেন হ্যাটট্রিক। পিছিয়ে নেই লিওনেল মেসিও, গোল না পেলেও সতীর্থদের তিনটি গোলে অবদান রাখলেন তিনি। 

তিন তারকার নৈপুণ্যে লিগ ওয়ানে ক্লেহমোঁকে উড়িয়ে শীর্ষস্থান আরও এগিয়ে রাখল মাওরিসিও পচেত্তিনোর দল। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে জিতেছে পিএসজি। লিগে পরপর দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ছন্দে ফিরল তারা।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। মেসির পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ত্রয়োদশ মিনিটে আবারও এই দুজনের ঝলক। নেইমারের পাস ডি-বক্সের সামনে খুঁজে পায় মেসিকে। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শটে বল ক্রসবারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় পিএসজির। বাঁ দিক থেকে নেইমারের ক্রস মেসি বুক দিয়ে নামিয়ে বাড়ান ডি-বক্সে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান এমবাপে। 

তবে ৪২তম মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। সতীর্থের পাস পেয়ে ফাঁকা জালে বল পাঠান জোদেল দুসু। ২-১ গোলের ব্যবধান রেখে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্থের ৭১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান নেইমার। ডি-বক্সে এমবাপে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি। তাতে নিজের দ্বিতীয় গোল করতে ভুল করেননি ব্রাজিল তারকা। দুই মিনিট পরই স্কোরলাইন ৪-১ করেন এমবাপে। 

মেসির পাস পেয়ে ডি-বক্সে বাড়ান নেইমার। বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান ২৩ বছর বয়সী ফুটবলার এমবাপে। ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে, সেই সঙ্গে মেসিরও অ্যাসিস্টে হ্যাটট্রিক। 

সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার পাস পেয়ে ওপরের কোণা দিয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। চলতি লিগ ওয়ানে ২৮ ম্যাচে ২০ গোল করে তালিকার শীর্ষে উঠে গেলেন বিশ্বকাপ জয়ী তারকা।

৮২তম মিনিটে এমবাপের পাস থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন নেইমার। তাতে বড় জয় নিশ্চিত হয়ে যায় সফরকারীদের।

এই জয়ে পিএসজির পয়েন্ট ৭১। আর ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেন। তাদের সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে মার্সেই।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি