ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

গেটাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১০ এপ্রিল ২০২২

লা লিগার শিরোপার দৌড়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে গেটাফেকে হারিয়েছে দলটি। তাতে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও কাছে এগিয়ে গেল লজ ব্লাঙ্কোজরা।

শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্পেনের দলটি। প্রথমে কাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুকাস ভাসকেস। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে রিয়াল।

লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে বেঞ্চে রেখে স্বাগতিকরা খেলতে নামলেও তাদের শূন্যতা বুঝতে দেননি ফেদে ভালভেরদে, কাসেমিরো, কামাভিঙ্গারা। 

ম্যাচের শুরুতেই জালে বল পাঠান দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। কিন্তু তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। অষ্টাদশ মিনিটে তার ক্রসে বল ডি-বক্সে ফাঁকায় জোরাল ভলি মারেন ভালভেরদে, ঝাঁপিয়ে কোনো মতে ফেরান গোলরক্ষক। দুই মিনিট পর গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন ভিনিসিউস।

৩৮তম মিনিটে আক্ষেপ ঘুচে রিয়ালের। বাঁ দিক থেকে ভিনিসিউসের দারুণ ক্রসে ডাইভিং হেডে বল জালে পাঠান কাসেমিরো।

দ্বিতীয়ার্ধেও একইভাবে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে রিয়াল। তবে খুব ভালো সুযোগ তৈরি করতে পারছিল না তারা। তবে ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ডান দিক থেকে রদ্রিগোর পাস বক্সে ফাঁকায় পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলটি করেন ভাসকেস।

ম্যাচের নিয়ন্ত্রণ হাতে চলে আসায় পাঁচ মিনিট পর বেনজেমাকে তুলে নেন কোচ। তবে ব্যবধান বাড়াতে পারেননি মাঠে নামা গ্যারেথ বেল।

শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

এই জয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সা।

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে এই জয়ে বাড়তি আত্মবিশ্বাস পাবে রিয়াল। ঘরের মাঠেই চেলসির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে আগামী মঙ্গলবার মাঠে নামবে বেনজেমারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি