ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেস্টে হোয়াইটওয়াশ বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১১ এপ্রিল ২০২২ | আপডেট: ১৫:১৯, ১১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিনেই বড় হার দেখল বাংলাদেশ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮০ রানেই গুটিয়ে গেল মুমিনুল হকের দল। চতুর্থ দিন সকালেই ৩৩২ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়লো টাইগাররা। 

এর আগে সফরকারীরা ডারবান টেস্টে হেরেছিল ২২০ রানে। দুই টেস্টেই বড় হারে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে দক্ষিণ আফ্রিকা। সব মিলে তাদের লিড দাঁড়ায় ৪১২ রানে।

এ রান তাড়া করতে নেমে একই দিনে তিন উইকেট হারায় বাংলাদেশ। গেল ইনিংসে ব্যর্থ হওয়া জয় এ ইনিংসেও ফেরেন শূন্য করে। নাজমুল হোসেন শান্ত ফেরেন ৭ রানে। তামিম ইকবাল ফেরেন ১৩ রানে।

দ্বিতীয় ইনিংসে নেমে তিন উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। মোট ৩৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের লড়াইয়ে নামে মুমিনুল হকের দল।

স্বাভাবিকভাবে এ রান তোলা খুব কঠিন। তা ছাড়া অন্ততপক্ষে ম্যাচ বাঁচাতে হলেও আরও দুই দিন টিকে থাকতে হতো বাংলাদেশকে। জয় কিংবা ম্যাচ বাঁচানো দুটিই ছিল বাংলাদেশের জন্য চরম কঠিন পরীক্ষা। তবে দ্রুত উইকেট হারিয়ে হারই দেখতে হল তামিম, মুশফিক, মুমিনুলদের।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি