ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লঙ্কান ক্রিকেটারদের দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ১৪ এপ্রিল ২০২২

অর্জুনা রানাতুঙ্গা

অর্জুনা রানাতুঙ্গা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন শ্রীলঙ্কার বেশ কিছু খেলোয়াড়। সে সব ক্রিকেটারদের আইপিএলের খেলা ছেড়ে এক সপ্তাহের জন্য দেশের মানুষের পাশে দাঁড়াতে বললেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

তিনি জানান, বর্তমানে ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। এসময় আইপিএল খেলছেন লঙ্কান ক্রিকেটাররা। আইপিএল ছেড়ে সরকারবিরোধী আন্দোলনে দেশের মানুষের পাশে দাঁড়ানো উচিত ক্রিকেটারদের।

১৯৪৮ সালে স্বাধীনতার পর সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কা। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লঙ্কানরা।

এসব সমস্যা থেকে মুক্তি পেতে সরকারবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমেছে শ্রীলঙ্কার জনগণ। জনগণের পাশে আছেন বলে জানিয়েছেন দেশটির সাবেক দুই তারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেও। তবে আইপিএল খেলা ক্রিকেটারদের এক সপ্তাহের জন্য সাধারণ জনগণের সাথে আন্দোলনে থাকতে বললেন রানাতুঙ্গা।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, ‘আমি সত্যি জানি না, কিন্তু কিছু ক্রিকেটার আছে, যারা আইপিএলে বিলাসিতা করছে এবং দেশ নিয়ে তারা একটি কথাও বলেনি। দুর্ভাগ্যবশত, তারা সরকারের বিপক্ষে কথা বলতে ভয় পায়। এইসব ক্রিকেটাররা মন্ত্রণালয়ের অধীনে ক্রিকেট বোর্ডের জন্য কাজ করে যাচ্ছে। নিজেদের চাকরি বাঁচানোর চেষ্টা করছে তারা। কিন্তু কিছু তরুণ ক্রিকেটারের মতো তাদেরও এগিয়ে আসতে হবে এবং প্রতিবাদে সমর্থন জানিয়ে বক্তব্য দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা সবাই জানেন আইপিএলে কারা খেলছে। আমি কারো নাম বলতে চাই না, কিন্তু আমি চাই তারা এক সপ্তাহের জন্য আইপিএল ছেড়ে এখানে এসে প্রতিবাদে সামিল হোক।’

আইপিএলের পঞ্চদশ আসরে শ্রীলঙ্কা থেকে খেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, দুশমন্থা চামিরা, চামিকা করুণারত্নে এবং মহেশ থিকসেনা। এছাড়া কোচিং স্টাফ হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত আছেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি