ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার প্রাথমিক দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ১৬ এপ্রিল ২০২২

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মে মাসের শুরুতেই ঢাকায় পা রাখতে যাচ্ছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এরইমধ্যে ২১ সদস্যের প্রথমিক দল ঘোষণা করেছে বোর্ড।

শুক্রবার (১৫ এপ্রিল) দল ঘোষণা করে লঙ্কান ক্রিকেট বোর্ড।

ঘোষিত প্রাথমিক দলে নেই লাহিরু থিরিমান্নে ও চারিথ আসালাঙ্কা। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা কামিন্দু মেন্ডিস ডাক পাননি। তবে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রোশেন সিলভা ও ওসাদা ফার্নান্দো।

রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বাংলাদেশে দল পাঠাবে কি না, এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সংশয় উড়িয়ে দিয়ে স্কোয়াড ঘোষণা করল এলসিবি।

ঘোষিত ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পাঠানো হবে ১৮ ক্রিকেটারকে।

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ১৫ মে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি ২৩ মে হবে মিরপুরে। 

৮ মে শ্রীলঙ্কা দলের ঢাকায় পা রাখার কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওসাদা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিল মিসারা, কুশল মেন্ডিস, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, শিরান ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ অ্যাম্বুলদেনিয়া, জেফরে ভেন্ডারসে, সুমিন্দা লক্ষণ ও লাকসিতা মুনাসিংহা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি