ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবন দিয়ে হলেও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১৬ এপ্রিল ২০২২

কোপা জয় উদযাপনে আর্জেন্টিনা

কোপা জয় উদযাপনে আর্জেন্টিনা

Ekushey Television Ltd.

আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে আর্জেন্টিনাকে। বিশেষজ্ঞদের অভিমত, আসন্ন বিশ্বমঞ্চের শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তেরা। এই কথার গুরুত্ব আরও বাড়িয়ে দিলেন জেরোনিমো রুলি। ভিয়ারিয়ালের এই আর্জেন্টাইন গোলরক্ষক জানালেন, জীবন দিয়ে হলেও বিশ্বকাপ জিততে চান তারা।

আর্জেন্টিনা বিশ্বকাপে সেরার মুকুট পরার অদম্য স্পৃহা পেয়েছে সর্বশেষ কোপা আমেরিকা থেকে। ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের ১-০ ব্যবধানে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসি অ্যান্ড কোং।

রুলির বিশ্বাস, মরুর দেশেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখবেন তারা। টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সাবেক রিয়াল সোসিয়েদাদ তারকা বলেন, ‘যারা আর্জেন্টিনার জার্সিতে খেলার সুযোগ পায়, মানুষ তাদের মধ্যে নিজেদের খুঁজে নেয়। বিশ্বকাপ হলো আমাদের সবার সবচেয়ে আকাঙ্ক্ষিত শিরোপা। এবার সব মানুষের মনে বাড়তি আশা কাজ করছে। তারা জানে, আর্জেন্টিনা দলে যারাই সুযোগ পাবে, তারা এই ট্রাফিটা জেতার জন্য দরকার হলে জীবন দিয়ে দেবে।’

জেরোনিমো আরও বলেন, ‘আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। আপনি কোন ধরনের খেলোয়াড় দেখতে চান? সে অনুযায়ী মানসম্পন্ন খেলোয়াড় বেছে নিতে পারবেন। প্রতিটা পজিশনে বৈচিত্র্য এনে দেয়ার যোগ্যতা আছে আমাদের। এটাই আপনাকে আশা দেখাতে বাধ্য করবে।’

রুলি বলেন, এবারের বিশ্বকাপে ভালো কিছু হলেও হতে পারে, দেশের সবাই এটা মনে করছে। কোপা আমেরিকা জিতে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি, যেটা বাড়তি প্রেরণা জোগাবে। তবে সবকিছু ছাপিয়ে একটা বিষয় হল, গত কিছুদিনে জাতীয় দলে আলাদা প্রাণের সঞ্চার হয়েছে। এটার মধ্যে হয়তো সবাই নিজেদের খুঁজে নেবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি