ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রাহুলের শতকে মুম্বাইকে ২০০ লক্ষ্য দিল লক্ষ্ণৌ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ১৬ এপ্রিল ২০২২

লোকেশ রাহুলের শতক উদযাপন

লোকেশ রাহুলের শতক উদযাপন

ব্যাটে ঝড় তুলে মাত্র ৫৬ বলেই শতক পূরণ করলেন লোকেশ রাহুল। আর অধিনায়কের দুর্দান্ত শতকে চড়ে ষষ্ঠ ম্যাচে প্রথম জয়ের খোঁজে নামা মুম্বাইকে সই ২০০ রানের লক্ষ্য দিল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।

শনিবার বিকেল ৪টায় ব্রেবোর্ন স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা। তবে তার সে সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করেন লক্ষ্ণৌ অধিনায়ক লোকেশ রাহুল।

শুরুতেই ওপেনার কুইন্টন ডি কককে নিয়ে গড়ে ফেলেন ৫২ রানের দুরন্ত জুটি। কক মাত্র ১৩ বলে ২৪ করে ফিরলে, এরপর হিসেবি মানিশ পান্ডের সঙ্গে গড়েন ৭২ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি। যে জুটি গড়ার পথে ফিফটি তুলে নেন রাহুল।

দলীয় ১৪তম ওভারে ২৯ বলে ৩৮ করা মানিশ আউট হলে এরপর মার্কাস স্টয়নিসের (১০) সঙ্গে ৩১ এবং দীপক হুদার (৮ বলে ১৫) সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে শতক পূরণ করেন। যা এবারের আইপিএলে দ্বিতীয়। এবারের আসরের প্রথম শতকটি হাঁকান জস বাটলার। 

যাইহোক, রাহুলের এই অনবদ্য শতকের জেরে ১৯ ওভারেই ১৯৫ তুলে ফেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। মনে হচ্ছিল, ২১৫ বা ২২০ রানে পৌঁছে যাবে দলটি। তবে জয়দেব উনাদকাটের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৯ রানেই থামতে হয় ৪ উইকেট হারানো লক্ষ্ণৌকে। 

যার ফলে ঠিক ২০০ রানের লক্ষ্য পায় টানা পাঁচ ম্যাচ হেরে প্রথম জয়ের খোঁজে নামা রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স।

এদিকে, ৫৬ বলে শতক হাঁকানো কেএল রাহুল অপরাজিত থাকেন ১০৩ রানের ইনিংস খেলে। তার ৬০ বলের ইনিংসটিতে ছিল ৯টি চারের সঙ্গে ৬টি বিশাল ছক্কার মার।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি