ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোনালদোর হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয় ম্যানইউর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১১:২৫, ১৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

দলের কঠিন সময়ে আবারও স্বরূপে জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষ সাত ম্যাচে মাত্র একটিতে জয়, তাতে দেয়ালে পিঠ ঠেকে যায় ইংলিশ ক্লাবটির। সেখান থেকে দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে জয়ে ফেরালেন পর্তুগিজ তারকা।

শনিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে নরউইচ সিটিকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ে তিনটি গোলই করেছেন ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তাতে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে রেড ডেভিলরা।

গত ১২ মার্চ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ঘরের মাঠে হ্যাটট্রিক করেছিলেন তিনি, ওই ম্যাচও দল জিতেছিল ৩-২ গোলে।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই দলকে এগিয়ে নেন রোনালদো। প্রথম দফায় তার দূর পাল্লার শট ফিরিয়ে দেন নরউইচ গোলরক্ষক টিম ক্রুল। তবে ফিরতি বল ধরে রোনালদোকে ফাঁকায় এগিয়ে দেন অ্যান্থনি এলাঙ্গা। খালি বারে বল প্রবেশ করাতে সমস্যাই হয়নি রোনালদোর।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। আলেক্স তেলেসের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

তবে বিরতির আগেই এক গোল শোধ করে দেয় নরউইচ। তেমু পুক্কির দূরের পোস্টে বাড়ানো ক্রসে হেডে ব্যবধান কমান কিয়েরন ডোয়েল।

দ্বিতীয়ার্ধে ফিরেই দলকে ২-২ গোলের সমতায় ফেরায় প্রথম গোলের এসিস্টদাতা পুক্কি। ম্যাচের ৫২তম মিনিটে ডোয়েলের পাস ধরে বক্সের ডান দিক থেকে ডান পায়ের শটে সমতায় ফেরান পুক্কি।

তবে দলকে বেশিক্ষণ সমতায় থাকতে দেননি রোনালদো। ৭৫তম মিনিটে এলেঙ্গা ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় ইউনাইটেড। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৭ বছর বয়সী এ তারকা।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ নিয়ে রোনালদোর হ্যাটট্রিক হলো ৬০টি। ক্যারিয়ারে গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১০টিতে।

এ জয়ে ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে মাত্র ২১ পয়েন্ট নিয়ে সবার নিচে নরউইচ। 

শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি