ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যে কারণে আইপিএলকে ‘না’ বলে দেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১৭ এপ্রিল ২০২২

সাকিব মাহমুদ

সাকিব মাহমুদ

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলে টেস্ট ক্যারিয়ারকে উন্নতি করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রস্তাবকে ফিরিয়ে দেন সাকিব মাহমুদ। সতীর্থ বেন স্টোকসের সঙ্গে পরামর্শ করেই এমন সিদ্বান্ত নিয়েছিলেন ইংলিশ এই ডানহাতি পেসার।

একজন বিদেশি পেসারের বদলি খেলোয়াড় হিসেবে আইপিএল খেলার প্রস্তাব পেয়েছিলেন ২৫ বছর বয়সী সাকিব মাহমুদ। কিন্তু টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দেয়ায়, আইপিএলে খেলার আগ্রহ দেখাননি তিনি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো বলছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের সিরিজ চলাকালীন আইপিএলের একটি দল সাকিবকে খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সতীর্থ স্টোকসের পরামর্শে আইপিএলে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন সাকিব। 

এ ব্যাপারে সাকিব বলেন, ‘আমি আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, যাতে কাউন্টিতে খেলতে পারি। আমি চাই লাল বলের ক্রিকেটে নিজের স্কিল বাড়ুক।’

তিনি আরও বলেন, ‘ক্যারিবীয় সফরে থাকার সময় প্রস্তাব পেয়েছিলাম আমি। এটি একটি সিদ্বান্ত ছিল, যা আমাকে নিতে হয়েছিল। আমার আশপাশে থাকা কয়েকজনের সঙ্গেও এ বিষয়ে কথা বলি। তখন বুঝতে পারি, এই মুহূর্তে আমার উচিত লাল বলের ক্রিকেটে মনোযোগ দেয়া। আশা করি, টেস্ট ক্রিকেট খেলতে এটি আমাকে উৎসাহ দিবে এবং ল্যাঙ্কাশায়ারের হয়ে এখানে সেরা পারফরমেন্স করার দারুণ সুযোগ রয়েছে।’

তবে আইপিএলের কোন দল খেলার প্রস্তাব দিয়েছিল, সেটা অবশ্য জানাননি সাকিব। এদিকে, এবারের আইপিএলে নিলাম শুরুর আগে নিজেকে সরিয়ে নেন গেল বছর ররাজস্থান রয়্যালসে খেলা স্টোকস।

সাকিব বলেন, ‘সিদ্ধান্তটি আমারই ছিল। তবে মজার বিষয় হল, একদিন সকালে স্টোকসের সঙ্গে নাশতার টেবিলে এ বিষয়ে কথা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন আইপিএলকে না করে দিয়েছ? সে জানাল, টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিতে এবং দলের সঙ্গেই থাকতে চায় সে।’

তিনি আরও বলেন, ‘ঠিক ওইদিনই আমার কাছে আইপিএলে খেলার প্রস্তাবের ফোন কল আসে। এটি পুরোপুরি কাকতালীয় ছিল। তবে আমার জন্য দারুণ সময় ছিল। কারণ সকালেই আমি স্টোকসের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আইপিএলে গিয়ে কোটি টাকা কামাতে পারতো। কিন্তু সেটা বেছে নেয়নি সে। আমারও তাই একই কথা মনে হয়েছিল। আমাকে টেস্ট ক্রিকেটে সফল হতে হবে এবং দলের অংশ হতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে এগিয়ে যেতে হবে।’

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি