ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুস্তাফিজদের দিল্লিতে করোনার হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১৮ এপ্রিল ২০২২

আইপিএল এ দিল্লি ক্যাপিটালস শিবিরে আগেই করোনার ধাক্কা লেগেছে। দলের ফিজিও প্যাট্রিক ফাহার্ট করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। তার সংস্পর্শে আসায় এবং অন্যদের মধ্যে উপসর্গ থাকায় মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার, স্টাফসহ সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

আগামী ২০ এপ্রিল পুনেতে দিল্লির ম্যাচ আছে। কিন্তু করোনা শঙ্কার কারণে তাদের পুনে যাওয়া আটকে দেওয়া হয়েছে।

সোমবার ও মঙ্গলবার দু’বার দলের পুরো সদস্যদের পিসিআর টেস্ট করা হবে। ওই টেস্টের ফলের ওপর ভিত্তি করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিল্লি পরবর্তী ম্যাচ মাঠে গড়াবে নাকি স্থগিত হবে ওই সিদ্ধান্ত নেবে।

ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, ফিজিওর পরে দিল্লি ক্যাপিটালসের আরও এক ক্রিকেটার অ্যান্টিজেন টেস্টে করোনা আক্রান্ত হয়েছেন। দিল্লির ক্রিকেটাররা মুম্বাইয়ের দ্য তাজ মহল প্যালেস হোটেলে রাখা হয়েছে। দলটির পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি