ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার মিলান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২০ এপ্রিল ২০২২

অনায়াসে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। লাউতারো মার্টিনেসের দুই গোলে প্রথমার্ধেই চালকের আসনে বসে সিমোনে ইনজাগির দল। সেখান থেকে আর ম‍্যাচে ফিরতে পারেনি এসি মিলান। তাতে ২০১১ সালের পর ফাইনাল খেলতে যাচ্ছে ইন্টার।

মঙ্গলবার রাতে সান সিরোয় সেমি-ফাইনালের ফিরতি লেগের ম্যাচটি ৩-০ গোলে জিতে নিয়েছে ইন্টার মিলান। লাউতারো ছাড়া তৃতীয় গোলটি করেন রবিন গোসেন্স। দুই দলের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় ইন্টার। দারমেইন মাত্তের পাস চোখের পলকে দারুণ সাইড ভলিতে জাল খুঁজে নেন মার্টিনেস। বলের লাইনে ঝাঁপিয়েও ফেরাতে পারেননি এসি গোলরক্ষক মাইক মিয়াঁ।

৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেস। হোয়াকিন কোররেয়ার পাস চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তাতে চালকের আসনে বসে বিরতিতে যায় ইন্টার।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় এসি মিলান। ৬৬তম মিনিটে বল জালে পাঠান ইসমাইল বেননাসের। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

তবে ৮২তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ইন্টার। মার্সেলো ব্রোজোভিচের ক্রস নিখুঁত প্লেসিং শটে স্কোরলাইন ৩-০ করেন রবিন গোসেন্স। তিন মিনিট আগেই ইভান পেরিসিচের বদলি নেমেছিলেন তিনি।

সহজ জয়ে ১১ বছর পর ফাইনালে ইন্টার মিলান। আগামী ১১ মে ফাইনাল খেলবে তারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি