ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আবারও হাসপাতালে পেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ২০ এপ্রিল ২০২২

ক্যানসারের চিকিৎসার জন্য আবারও হাসপাতালে ভর্তি হলেন পেলে। তিনবার বিশ্বকাপজয়ী এ ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এখন শারীরিকভাবে সুস্থ আছেন ৮১ বছর বয়সী পেলে। তবে হাসপাতাল ছাড়তে কিছুদিন সময় লাগবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে পেলের মলাশয়ের টিউমার অস্ত্রোপচার করে অপসারণ করা হয়। সেসময় মাসখানেক হাসপাতালের পর্যবেক্ষণে ছিলেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি