ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে পোলার্ডের বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ২১ এপ্রিল ২০২২

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের অধিনায়ক কাইরন পোলার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন।

এদিকে কয়েক মাস পরেই অস্ট্রেলিয়ার মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পোলার্ড ইনস্টাগ্রাম ভিডিওতে বলেন, “অনেক ভেবেচিন্তে আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আর দশজন বালকের মতো সেই ১০ বছর বয়স থেকেই আমার স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার। ১৫ বছর ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।”

ক্যারিবিয়ান ক্রিকেটে গেইল, ব্র্যাভোদের পর পোলার্ডের অবসর নেওয়া একটা যুগের অবসান।

ক্যারিবিয়ান ডানহাতি ব্যাটার পোলার্ড জাতীয় দলের হয়ে ১২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। খেলেছেন ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ। ৩৫ বছরের অলরাউন্ডার সাদা বলের ক্রিকেটেও দারুণ সফল। বিশেষ করে টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হয় তাকে।

এছাড়া সব মিলিয়ে ৫৮৭টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৫ বছরের ক্যারিয়ারে। ১১৫০৯ রান করেছেন। সর্বোচ্চ ১০৪। একটা সেঞ্চুরি সহ ৫৬টা হাফসেঞ্চুরি করেছেন। নিয়েছেন ৩০৫ উইকেট।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি