ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাকিবের সাফল্যের দিনে ব্যর্থ তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ২১ এপ্রিল ২০২২

তামিম, মাশরাফি ও সাকিব

তামিম, মাশরাফি ও সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে নিজের প্রথম ম্যাচে বল হাতে সফল হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাত ওভার বল করে ১৯ রানে ২ উইকেট নেন তিনি। তবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

ডিপিএলের সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে লিজেন্ডস অব রুপগঞ্জে যোগ দেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতে সুপার লিগের বাকী অংশে খেলার সিদ্ধান্ত নেন তিনি।

বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নামেন সাকিব। প্রতিপক্ষ হিসেবে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে পেয়ে উজ্জীবিত হয়ে ওঠেন তিনি। কারণ সাকিবের মতোই যে ডিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন তামিম।

তবে সাকিবের মত জ্বলে উঠতে ব্যর্থ হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ছক্কা দিয়ে রানের খাতা খুললেও, ব্যক্তিগত ৮ রানেই বন্ধু সাকিবের বলে আউট হন তামিম।

এর আগে বিকেএসপির ভেজা আউটফিল্ডের কারণে লিজেন্ডস অব রুপগঞ্জ ও প্রাইম ব্যাংকের ম্যাচটি ৩৩ ওভারে নামিয়ে আনা হয়। ম্যাচে তামিমের পর নাসির হোসাইনকেও শিকার করেন সাকিব।

সাকিবের পাশাপাশি লিজেন্ডস অব রুপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ভারতের চিরাগ জানি দু’টি করে উইকেট নেন। যার ফলে প্রথমে ব্যাট করে ৩১ দশমিক ২ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।

তবে এর মাঝেও নিজের দুর্দান্ত পারফর্ম অব্যাহত রাখেন প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। ৯১ বল খেলে ৭৩ রান করেন তিনি। এবারের লিগে দু’টি সেঞ্চুরির সঙ্গে সপ্তম হাফ-সেঞ্চুরির দেখা পান বিজয়।

এদিকে, এক মাস বিরতির পর সরাসরি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমে ফুরফুরা মেজাজেই ছিলেন সাকিব। প্রাইম ব্যাংকের ব্যাটারদের চাপে রাখতে লাইন-লেন্থ বজায় রেখে দারুণ বোলিং করেন সাকিব।

দক্ষিণ আফ্রিকা সফরের পর ব্যক্তিগত কাজে লন্ডন যান তামিম। দু’দিন আগে দেশে ফিরে সাকিবের মতো কোনো অনুশীলন ছাড়াই সরাসরি ডিপিএল খেলতে নামেন তিনি। তবে দুর্ভাগ্যবশত, বড় ইনিংস খেলে ম্যাচটি স্মরণীয় রাখতে পারলেন না তামিম।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি