ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্বস্তির জয় বার্সেলোনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৪, ২২ এপ্রিল ২০২২

পুরো ম্যাচে ৪৪ ভাগ বলের দখল ছিল বার্সার পায়ে। প্রতিপক্ষের পোস্টে ১১টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখে বার্সা। বল দখলে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি সোসিয়াদাদ। বার্সার পোস্টে আটটি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে রিয়াল সোসিয়াদাদ।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ফ্রাঙ্কফুর্টের কাছে হারের পর লা লিগায় কাদিজের কাছে হেরে বসে কাতালানরা। অবশেষে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা।  

বৃহস্পতিবার রাতে লা লিগায় রিয়াল সোসিয়াদের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন পিয়েরি এমরিক অবামেয়াং।

সোসিয়াদাদের মাঠে প্রথমার্ধেই এগিয়ে যায় বার্সেলোনা। এগারো মিনিটে অবামেয়াংয়ের গোল স্বস্তি এনে দেয় বার্সেলোনা ডাগআউটে। তবে দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি জাভির দল।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি