ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক চেয়ারম্যান ক্রম্পটন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২২ এপ্রিল ২০২২

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেক চেয়ারম্যান অ্যালান ক্রম্পটন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে ২০ এপ্রিল ৮১ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি ১৯৯২ থেকে ১৯৯৫ পর্যন্ত অজি ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন।

ক্রম্পটন ইস্ট ও সিডনি ইউনিভার্সিটির হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ১৯৫৮ থেকে ১৯৮০ পর্যন্ত। ছিলেন উইকেটরক্ষক ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭,২৬৬ রান ও ৩০০টির অধিক ডিসমিসাল আছে তার।

ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারকে বিদায় জানানোর পর ক্রিকেট এনএসডব্লিউর চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। 

বর্তমান সিএ চেয়ারম্যান ল্যাচলান হেন্ডারসন সাবেক প্রধানের মৃত্যুতে শোক জানিয়ে বলেন, “নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ায় ৬০ বছরেরও বেশি সময় ধরে অ্যালান ক্রিকেটে যে শক্তি, উত্সাহ এবং দক্ষতা দেখিয়েছিলেন, তা অসাধারণ। তিনি ক্রিকেটের সমস্ত স্তরে অসামান্য উত্তরাধিকার রেখে গেছেন।”

তিনি আরও বলেন, “অ্যালানের স্ত্রী গ্যাবি, তার পরিবার ও তার সঙ্গে বন্ধুত্ব ও নির্দেশনায় যারা অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য লাভ করেছে, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা।”

ক্রম্পটনকে অর্ডার অফ অস্ট্রেলিয়া মেডেল ছাড়াও ক্রিকেট এনএসডব্লিউ ও সিডনি ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্যপদ দেয়া হয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান ল্যাচলান হেন্ডারসন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি