ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত রাজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২৫ এপ্রিল ২০২২

রেজাউর রহমান রাজা

রেজাউর রহমান রাজা

Ekushey Television Ltd.

আবারও টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা। তাকে নিয়েই ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের দল। অভিষেকের অপেক্ষায় থাকা সিলেটের এই ক্রিকেটার সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চান। এক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে দেখছেন সিনিয়র পেসারদের।

পাকিস্তান সিরিজের দলে ডাক পেলেও সেবার ম্যাচ খেলার সুযোগ হয়নি রাজার। তবে দলের সঙ্গেই থেকেছেন এই তরুণ। পেস বোলারদের সাম্প্রতিক ফর্ম উজ্জীবিত করছে রাজাকে। রুবেল হোসাইনকে আইডল মানা এই পেসার দলে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিতে চান বলেও জানান।

রাজা বলেন, ‘আমার আইডল রুবেল ভাই। আপনি যত খেলবেন তত অভিজ্ঞ হবেন। যেখানেই খেলি, সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করি। গত কয়েক বছর ধরে পেসাররা ভালো বল করছে। বড় ভাইরা ভালো করছেন, এটা আমাদের জন্য মোটিভেশন। তাদের দেখে অনুপ্রেরণা পাই।’

প্রত্যেক বোলারেরই একেকটি বিশেষ দিক থাকে, থাকে বিশেষ দক্ষতা। পেসার রাজাউর রহমান রাজার শক্তির জায়গা তার গতিই। দলের প্রয়োজন অনুযায়ী লাইন-লেন্থ ঠিক রেখে বল করতে পারেন বলে প্রশংসা কুড়িয়েছেন ঘরোয়া ক্রিকেটে।

রাজা বলেন, ‘সব খেলোয়াড়ই অভিষেকের অপেক্ষায় থাকে। আমিও অভিষেকের অপেক্ষায় আছি। সুযোগ পেলে চেষ্টা করব ভালো কিছু করার। জোরে বল করাই আমার লক্ষ্য থাকে। দলের ও পরিস্থিতির চাহিদা মিটিয়ে ভালো জায়গায়, লাইন লেন্থ ঠিক রেখে জোরে বল করাই আমার লক্ষ্য।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি