ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তামিম-বিজয়ের জোড়া শতকে উড়ে গেল রূপগঞ্জ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২৬ এপ্রিল ২০২২

তামিম ইকবাল ও এনামুল হক বিজয়

তামিম ইকবাল ও এনামুল হক বিজয়

সবকটি উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানেই। এই জয়ে অবদান রাখেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। তামিম চলতি আসরে প্রথম শতক পেলেও বিজয় পেয়েছেন তৃতীয় শতক।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রূপগঞ্জ টাইগার্স। ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ব্যাটার পার করতে পারেন দুই অঙ্কের রানের কোটা। ব্যর্থ হয়েছেন বাকিরা।

ওপেনার জাকির হাসান ৩৪ বলে ২৩ রান করে বিদায় নেয়ার পর দলীয় ৪৭ রানের মাথায় বিদায় নেন আরেক ওপেনার ইমরানুজ্জামান (২৩)। তিন নম্বরে ব্যাট করতে নেমে ফজলে রাব্বি ফেরেন ১০ রান করে।

অধিনায়ক মার্শাল আইয়ুব এদিন দলের হাল ধরেন পাকিস্তানি ব্যাটার সা’দ নাঈমকে নিয়ে। দুজনের জুটি থেকে আসে ১১০ রান। জুটি ভাঙে মার্শাল আইয়ুবের বিদায়ে (৫৮)।

এরপর থিতু হতে পারেননি বাকি ব্যাটাররা। সা’দ নাঈম করেন ৯৪ বলে ৮৫ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৪টি করে উইকেট নেন কারিম জানাত ও রুবেল হোসাইন। ১টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও নাসির হোসাইন।

মোটামুটি এই লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ ওভার ২ বল হাতে রেখে অনায়াসেই জয় তুলে নেন প্রাইমের দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। ম্যাচে দুজনেই রান তোলেন পাল্লা দিয়ে।

বিজয় তার ব্যক্তিগত ৭০ রানের মাথায় পূর্ণ করে নেন এক আসরে হাজার রানের মাইলফলক। ডিপিএলের আসরে যেখানে বিজয়ই প্রথম। শেষ পর্যন্ত ৮৪ বলে ১১টি চার ও ৭টি ছয়ে ১১২ রান করে অপরাজিত থাকেন বিজয়। অন্যপ্রান্তে তামিম ইকবালের ব্যাট থেকে আসে ৯টি চার ও ৭টি ছক্কায় ১০৯ রান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি