ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘শতাব্দীর সেরা বিয়ে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ১ জুলাই ২০১৭

ছবি: বিয়ের অনুষ্ঠানে আন্তোনেলা রোক্কুজ্জো-লিওনেল মেসি

ছবি: বিয়ের অনুষ্ঠানে আন্তোনেলা রোক্কুজ্জো-লিওনেল মেসি

Ekushey Television Ltd.

আন্তোনেলা রােক্কুজ্জো-লিওনেল মেসি ছিলেন দুজন দুজনার। শৈশব থেকেই ছিল তাদের মধ্যে সম্পর্ক।  এরইমধ্যে ঘর আলো করে এসেছে দুটি সন্তানও। আলোচিত এই জুটি এবার বিয়ের মাধ্যমে সম্পর্কটাকে আরও জোরদার করলেন। বার্সেলোনার এই ফরোয়ার্ডের বিয়েকে গণমাধ্যম ‘শতাব্দীর সেরা বিয়ে’, ‘বছরের সেরা বিয়ে’ এমন শিরোনামও দিয়েছে। এটা যেন মেসির জীবনের দ্বিতীয় ইনিংস।

৩০ বছর বয়সী মেসি ও ২৯ বছর বয়সী রােক্কুজ্জো দীর্ঘদিন ধরে এক ছাদের নিচেই ছিলেন। ২০১২ সালে এই জুটির ঘর আলো করে আসে প্রথম সন্তান তিয়াগো; ২০১৫ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান মাতেও।

মেসির জন্মস্থান রোসারিওর সিটি সেন্টারে শুক্রবার মেসি-রােক্কুজ্জোবিয়ের আনুষ্ঠানিকতা সারেন। বিয়েতে ছিলেন ২৬০ জন অতিথি, যাদের মধ্যে ফুটবল তারকা ও সেলিব্রেটি ছিলেন অনেকে।

বিয়েতে বার্সেলোনা-ভিত্তিক খ্যাতনামা ডিজাইনার রোসা ক্লারার ডিজাইন করা পোশাক পরেছিলেন রােক্কুজ্জো। মেসি পরেছিলেন সাদা শার্টের ওপর স্যুট-প্যান্ট।

নেইমার, লুইস সুয়ারেস, সেস ফাব্রেগাস, জেরার্দ পিকে, দানি আলভেস, সের্হিও আগুয়েরো থেকে শুরু করে মেসির কাছের বন্ধু-বান্ধব ও আত্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিকে আসেন তার স্ত্রী কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে নিয়ে। এতসব তারকাদের নিরাপত্তা দিতে ছিল একশ পুলিশ।

মেসির বিয়েতে দাওয়াত পাননি সাম্প্রতিক সময়ে তার কোচ থাকা কেউই। তাদের মধ্যে উল্লেখযোগ্য বার্সেলোনার সাবেক কোচ পেপ গুয়ার্দিওলা। এমনিক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা এবং তারকা ফুটবলার রোনান্ডোও দাওয়াত না পাওয়াদের তালিকায় ছিলেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।
    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি