ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে ‘বড় জায়গায়’ নিতে চান সোহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ২৯ এপ্রিল ২০২২

কাজী নুরুল হাসান সোহান

কাজী নুরুল হাসান সোহান

Ekushey Television Ltd.

মাশরাফি বিন মুর্তজার মত কিংবদন্তীকে ছাড়াই এখন খেলতে হয় বাংলাদেশ দলকে। সাকিব-তামিমদের যুগও শেষের পথে। মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন, তামিম খেলেন না টি-টোয়েন্টি, সাকিবও নিয়মিত নন। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ তাই এখন মিরাজ, তাসকিন, নুরুল হাসান সোহানদের হাতেই।

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সোহানের পারফরম্যান্স নতুন করে আশার আলো দেখিয়েছে সমর্থকদের। দেশের ক্রিকেটে একজন ফিনিশারের আক্ষেপ দীর্ঘদিনের। কেউই বলতে গেলে এই দায়িত্ব নিয়ে থিতু হতে পারেননি। চাপের মুখে নজরকাড়া সব ইনিংসে ডিপিএল মাতিয়ে সোহান জানান দিয়েছেন, তিনি নিজেকে গড়ে তুলছেন যোগ্য করেই।

ডিপিএল শেষে শিরোপাজয়ী দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এই ক্রিকেটার জানালেন, জাতীয় দলে গিয়ে সিনিয়র ক্রিকেটারদের ‘লিগ্যাসি’ ধরে রাখতে চান তিনি।

সোহান বলেন, ‘অনেক বড় আশা। বাংলাদেশ দলকে অনেক বড় জায়গায় দেখতে চাই। মাশরাফি ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই, তামিম ভাইয়েরা বাংলাদেশ দলকে একটা জায়গায় নিয়ে গেছেন। আমাদের লক্ষ‍্য থাকবে, পরের ধাপে যেন নিয়ে যেতে পারি।’

দলকে ভালো অবস্থানে নেয়ার পাশাপাশি সোহান নিজেও ভালো করতে চান। সেক্ষেত্রে ফিনিশারের ভূমিকাকেই তিনি করে রেখেছেন পাখির চোখ করে। 

সোহানের ভাষায়, ‘বাংলাদেশের হয়ে অনেক বড় কিছু করার আশা। গত দুই বছর ধরে অনেক বেশি পরিশ্রম করছি। যেহেতু মিডল অর্ডারে ব‍্যাটিং করি, সবসময়ই লক্ষ‍্য থাকে যেন শেষ করে আসতে পারি। দুই বছর ধরে ঘরোয়া লিগে যেভাবে খেলছি, অবশ‍্যই আশা থাকবে।’

জাতীয় দলে সুযোগ আসুক বা না আসুক, সোহান সবসময়ই নিজেকে প্রস্তুত রাখছেন। তিনি বলেন, ‘হয়ত কম্বিনেশনের জন‍্য জাতীয় দলে অনেক সময় সুযোগ আসে না। তবে যদি সুযোগ আসে তাহলে দলের জয়ে যেন অবদান রাখতে পারি এটাই আশা থাকবে। অনেক সময় রান ততোটা গুরুত্বপূর্ণ নয়, স্ট্রাইক রেট ও দলের চাহিদা পূরণই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

এবারের ডিপিএলে চ্যাম্পিয়ন শেখ জামালের হয়ে ৮টি ম্যাচ খেলে ৯৬.৬০ গড়ে ৪৮৩ রান করেছেন সোহান। যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরিসহ চারটি হাফ-সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংসটি ছিল অপরাজিত ১৩২ রানের।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি