ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

ছেলেকে ক্রিকেটার বানিয়ে রুবেলের স্বপ্ন পূরণ করবেন রূপা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২৯ এপ্রিল ২০২২

রূপা ও একমাত্র ছেলে রুশদানকে কোলে নিয়ে তোলা রুবেলের ছবি

রূপা ও একমাত্র ছেলে রুশদানকে কোলে নিয়ে তোলা রুবেলের ছবি

গত ১৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্রিকেটার মোশাররফ রুবেল। তবে রুবেলের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চান তার স্ত্রী চৈতি ফারহানা রূপা। ক্রিকেটের সব পর্যায়ে পা রাখা বাবা রুবেলের স্বপ্ন ছিল, ছেলে রুশদানকেও ক্রিকেটার বানাবেন। চৈতির এখন লক্ষ্য রুবেলের সেই স্বপ্ন পূরণ করা।

শুক্রবার (২৯ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথাই বলেন প্রয়াত ক্রিকেটার মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা।

এদিন প্রয়াত রুবেলের বাসায় ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ছোট্ট রুশদানের জন্য জায়নামাজ এবং ব্যাট, বল, স্টাম্পসহ ক্রিকেটের সব সরঞ্জামাদি উপহার হিসেবে নিয়ে যান মেয়র। এ সময় তিনি বলেন, ‘রুবেলের স্ত্রী যেন আমাকে পরিবারের সদস্য ভাবে।’

তবুও রুবেলকে হারিয়ে রূপার অশ্রুসজল দুই চোখ। তিনি বলেন, ‘রুবেল কেমন মানুষ ছিল এটা তো আপনারা সবাই জানেন। ও একজন নিখাদ ভদ্রলোক। একজন মানুষের যত ভালো গুণ থাকতে হয় রুবেলের সব ছিল। আমাদের সাড়ে ৭ বছরের সংসার এত সুন্দরভাবে শুরু হল আবার শেষও হয়ে গেল। সব কিছুই এখন শূন্য। এভাবেই হয়ত আমাদেরকে বাঁচতে হবে।’

রূপা বলেন, ‘রুবেলের খুব ইচ্ছা ছিল ছেলেটাকে ভালো একজন ক্রিকেটার বানানোর। আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করব, তাকে একজন ক্রিকেটার হিসেবে তৈরি করার।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি