ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চার ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১ মে ২০২২

চার ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ ফুটবল লিগের শিরোপা জিতে নিল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে লিগে নিজেদের ৩৪তম ম্যাচে এস্পানিওলকে ৪-০ গোলে হারায় মাদ্রিদ জায়ান্টরা। এই জয়ে ৩৪ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করে রিয়াল।

অন্যদিকে, সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে সেভিয়া। আর ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে বার্সেলোনা। লিগে সবগুলো দল মোট ৩৮টি করে ম্যাচ খেলবে।

এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগে শিরোপা নিশ্চিত করতে রিয়ালের দরকার ছিল মাত্র ১টি পয়েন্ট। জয় দিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

এ ম্যাচে দলের পক্ষে জোড়া গোল করেন রদ্রিগো, ১টি করে গোল করেন মার্কো আসেনসিও ও আসরের সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা।

রেকর্ড ৩৫বারের মতো লা-লিগার শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি