ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন আশরাফুল-কায়েসরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২ মে ২০২২

আশরাফুল, আরাফাত সানি ও ইমরুল কায়েস

আশরাফুল, আরাফাত সানি ও ইমরুল কায়েস

ঈদের আগেই শেষ হয়ে গেল এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। প্রায় দুই মাসের ব্যস্ততা শেষে ক্রিকেটাররা সবাই তাই ঈদের ছুটিতে। দেশের ঘরোয়া ক্রিকেটেও পড়ল লম্বা বিরতি। ২০২১-২২ মৌসুম শেষ হয়ে গেছে। নতুন মৌসুম শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে। তার আগে জাতীয় দলের ক্রিকেটার ছাড়া অন্যদের বলার মতো খেলা নেই।

তাইতো, দীর্ঘ এই সময়টা কাজে লাগাতে অতীতের মতো আবারও ইংল্যান্ডের মাইনর কাউন্টি ক্রিকেট খেলতে উড়াল দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। এর আগেও তিনবার মাইনর কাউন্টিতে খেলেছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। ২০০৬, ২০১২, ২০১৯ সালের পর চতুর্থবারের মতো মাইনর কাউন্টি খেলতে আগামী ৬ মে দেশ ছাড়ছেন আশরাফুল।

টুর্নামেন্টে সাবেক এ অধিনায়কের ক্লাব লানিংটন পার্ক। ক্লাবটি ইতোমধ্যে আশরাফুলকে পেয়ে উচ্ছ্বসিত বলেও জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুলের ছবি দিয়ে একটি পোস্টও করেছে ক্লাব কর্তৃপক্ষ।

মূলত ফাঁকা সময়টা কাজে লাগাতেই কাউন্টিতে যাচ্ছেন আশরাফুল। তাতে করে ক্রিকেটের মাঝেই থাকা যাবে। সংবাদমাধ্যমকে আশরাফুল বলেন, ‘যেহেতু সাড়ে চার মাসের খেলা। শনিবার ও রোববার দুটি দিন খেলা হয়। ইতোমধ্যে ২টি ম্যাচ হয়ে গেছে ওদের। আমি ৬ তারিখ যাব, ৭ তারিখ ওদের তৃতীয় ম্যাচ।’

শুধু আশরাফুলই নন, মাইনর কাউন্টিতে যাচ্ছেন বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন ইমরুল কায়েসও। সদ্যই তার নেতৃত্বে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আশরাফুল বলেন, ‘এই প্রথম আমরা অনেকগুলো জাতীয় ক্রিকেটার একসঙ্গে থাকব। ইমরুল কায়েস, জহুরুল ইসলাম অমি, ফরহাদ রেজা, আরাফাত সানি, সোহরাওয়ার্দী শুভ, এনামুল হক জুনিয়র।’

মূল কাউন্টির পরের স্তরই মাইনর কাউন্টি। একটা সময় যেখানে মিনহাজুল আবেদীন নান্নু, আমিনুল ইসলাম বুলবুলরা খেলেছেন। 

আশরাফুলের মতে, এই পর্যায়ে ক্রিকেট খেলে যে কেউ উপকৃত হতে পারবে। বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার অভ্যাস তৈরি হবে। কারণ মাইনর কাউন্টিতেও সাড়ে চার মাসে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে হয়। প্রতি সপ্তাহেই ভিন্ন রকমের কন্ডিশন তৈরি হয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি