ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের জামাত আয়োজন করে ইংলিশ ক্লাবের ইতিহাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ৩ মে ২০২২ | আপডেট: ১০:৩২, ৩ মে ২০২২

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে তেমন একটা সুযোগ হয় না। তাইতো ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনালের মতো হাকডাক নেই ব্ল্যাকবার্ন রোভার্সের। তবে নিজেদের মাঠে ঈদের জামাত আয়োজন করে ইতিহাস গড়ে ফেলেছে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের এই ক্লাবটি।

বিশ্বের বিভিন্ন দেশে সোমবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এদিন ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে নিজেদের মাঠে ঈদের জামাত আয়োজন করে ব্ল্যাকবার্ন রোভার্স। এর আগে এমন আয়োজন করতে দেখা যায়নি ইংল্যান্ডের আর কোনো ক্লাবকেই। এজন্য প্রশংসা কুড়াচ্ছে দ্বিতীয় স্তরের এই ক্লাবটি।

স্থানীয় সময় সোমবার সকালে ব্ল্যাকবার্ন রোভার্সের হোম ভেন্যু ইউড পার্কে আয়োজিত ঈদ জামাতে অংশ নিয়েছিলেন প্রায় দেড় হাজার মুসল্লি। সেখানে শুধু পুরুষ নয়, অংশ নিয়েছিলেন নারীরাও। ঈদের জামাতে ইমামতি করেন শেখ ওয়াসিম কেম্পসন।

জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনেকেই ফুটবলও খেলেছেন মাঠে। দুধের তৈরি ঐতিহ্যবাহী খাবারও পরিবেশন করে কর্তৃপক্ষ। মুসল্লিদের যাতায়াতের কথা বিবেচনা করে ব্যবস্থা করা হয় ফ্রি বাস সার্ভিসেরও। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি