ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ৪ মে ২০২২

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার রাতে দিমুথ করুনারত্নের নেতৃত্বে ১৮ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট।

জানা গেছে, প্রাথমিক স্কোয়াডে থাকা ২৩ ক্রিকেটারের মধ্য থেকে চূড়ান্ত এই স্কোয়াড বেছে নেয়া হয়েছে। আগামী ৮ মে বাংলাদেশে পা রাখবে লঙ্কান এই স্কোয়াড। রোশান সিলভা প্রাথমিক স্কোয়াডে থাকলেও বাংলাদেশ সফর নিয়ে অনীহা প্রকাশ করায় মূল স্কোয়াডে রাখা হয়নি তাকে। এতে কপাল খুলেছে কামিন্দু মেন্ডিসের।

ভারত সফরের দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে দলে ফিরেছেন ওশাদা ফার্নান্ডো। স্কোয়াডে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার। এদের মধ্যে দিলশান মাদুশঙ্কা বেশ কিছুদিন ধরে টেস্ট দলের রাডারে থাকলেও কামিল মিশারা একেবারেই নতুন।

তবে স্কোয়াডে জায়গা পাননি লাহিরু থিরিমান্নে, চারিথ আসালাঙ্কা, লাহিরু কুমারা ও দুশমন্থা চামিরার মতো অভিজ্ঞরা। ভারত সফরের দলে থাকা জেফরি ভেন্ডারসে অভিষেকের আগেই ছিটকে পড়েছেন স্কোয়াড থেকে। তবে দলে ফিরেছেন কাসুন রাজিথা।

সিরিজের দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে ১৫ মে। 

এই ম্যাচ শেষে দুই দল পাড়ি জমাবে রাজধানী ঢাকায়। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ২৩ মে।

সিরিজ শুরুর আগেই অবশ্য লঙ্কানরা খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। বিকেএসপিতে ১১ ও ১২ মে দুই দিনের সেই প্রস্তুতি ম্যাচটি খেলেই চট্টগ্রামে যাবে সফরকারীরা।

এক নজরে শ্রীলঙ্কা স্কোয়াড
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলডেনিয়া।

একনজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি 
৮ মে – বাংলাদেশে এসে পৌঁছাবে
১১-১২ মে – দুই দিনের প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি
১৫-১৯ মে – প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৩-২৭ মে – দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি