ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আইসিসি র‌্যাংকিং থেকে ১৯ দেশ বাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ৪ মে ২০২২

ম্যাচ কম খেলার কারণে টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা থেকে ১৯টি সহযোগী সদস্য দেশকে বাদ দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ বুধবার বার্ষিক হালনাগাদে সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি।

সেখানে ২০১৯ সালের মে থেকে অন্তত ছয়টি রেটযুক্ত ম্যাচ খেলতে হবে দলগুলোকে। কিন্তু আইসিসির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৯টি সহযোগী সদস্য দেশ র‌্যাংকিং থেকে বাদ পড়েছে।

তাই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এখন রয়েছে ৭২টি দেশ। আগে ছিল ৯১টি দেশ।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি