ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাকিব কোভিডে আক্রান্ত, খেলবেন না চট্টগ্রাম টেস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১১ মে ২০২২

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই আগামী ১৫ মে থেকে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরার পর করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘দেশে ফেরার পর রোববার বাধ্যতামূলক করোনভাইরাস পরীক্ষা করা হয় সাকিবের। পরীক্ষায় পজিটিভ আসে তার। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন টাইগার অলরাউন্ডার।’

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘সিরিজের ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রোটোকল অনুসারে দলে যোগ দেয়ার শর্ত অনুসারে পিসিআর এবং অ্যান্টিজেন পরীক্ষা করানো হয় সাকিবের। দুটি পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন সাকিব।’

আরও বলা হয়, ‘সেলফ আইসোলেশনে নিজের পুর্নবাসন প্রক্রিয়া চালাবেন তিনি এবং যথাসময়ে আবারও তার কোভিড পরীক্ষা করা হবে। প্রথম টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।’

প্রটোকল অনুসারে সাত দিন বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিবকে। বুধবার থেকে চট্টগ্রামে বাংলাদেশের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল সাকিবের।

প্রসঙ্গত, পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্ট মিস করেছিলেন সাকিব। বিভিন্ন কারণে গেল কয়েক বছর ধরে বেশিরভাগ টেস্ট ম্যাচ খেলেননি সাকিব।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি