ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

২০২৪ ইউরোর ফাইনাল বার্লিনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১১ মে ২০২২

ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ২০২৪ সালের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে। আর উদ্বোধনী ম্যাচ হবে বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে। এমন সিদ্ধান্ত হয়েছে উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায়।

ইউরোর ম্যাচগুলো জার্মানীর তিনটি অঞ্চলের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

এর মধ্যে দক্ষিণাঞ্চলে বার্লিন, হামবুর্গ ও লিপলিগ, পশ্চিমাঞ্চলে ডর্টমুন্ড, ডাসেলডর্ফ, ফ্রাংকফুর্ট, গেলসেনকারচেন ও কোলন এবং উত্তরাঞ্চলের ম্যাচগুলো ফ্রাংকফুর্ট, মিউনিখ ও স্টুটগার্টে অনুষ্ঠিত হবে।

৩২ দলের ইউরো আসর ২০২৪ সালের ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এর আগে ২০০৬ সালে ফিফা বিশ্বকাপ জার্মানীতে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৩৬ সালের অলিম্পিক গেমসের মূল ভেন্যু বার্লিন স্টেডিয়ামকে পুন:সংষ্কার করে বিশ্বকাপের ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হয়। এরপর পশ্চিম জার্মানীতে ১৯৭৪ সালের বিশ্বকাপ ও ১৯৮৮ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজিত হয়েছিল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি