ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোমাঞ্চকর ফাইনালে চ্যাম্পিয়ন ইন্টার মিলান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ১২ মে ২০২২

Ekushey Television Ltd.

রোমাঞ্চকর এক ফাইনালে জুভেন্টাসকে হারিয়েছে ইন্টার মিলান। ২-২ গোলে সমতার পর ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে জোড়া গোলে ব্যবধান গড়ে দিলেন ইভান পেরিসিচ। তাতে ১১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইন্টার।

বুধবার রাতে কোপা ইতালিয়ান কাপের ফাইনালের ম্যাচটি ৪-২ গোলের ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। এটি তাদের অষ্টম শিরোপা। তাদের চেয়ে বেশি এই শিরোপা জিতেছে রোমা ৯, আর জুভেন্টাস ১৪ বার।

ম্যাচের ষষ্ঠ মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় ইন্টার। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস। সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। ২-১ গোলে এগিয়ে উজ্জীবিত হয়ে উঠে থাকা জুভেন্টাস।

তবে ৮০তম মিনিটে সফল স্পট কিকে ইন্টারকে সমতা আনেন কানহানোগ্লু। লাউতারো মার্টিনেসকে জুভেন্টাসের দুই ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও ডি লিখট ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইন্টার।

২-২ গোলের ম্যাচটি গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এরপরই ব্যবধান গড়ে দেন ইভান পেরিসিচ। 

৯৯তম মিনিটে আরেকটি সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পেরিসিচ। স্টেফান ডি ভ্রেইকে ডাচ ডিফেন্ডার ডি লিখট ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। তাতে লক্ষ্যভেদ করতে ভুল করেননি পেরিসিচ।

তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান পেরিসিচ। ডান পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। 

এর পরপরই মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রি। দুই গোলে পিছিয়ে পড়ার সঙ্গে কোচের লাল কার্ডে এলোমেলো হয়ে যাওয়া জুভেন্টাস এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। 

শিরোপা জিতলেও ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার ও জুভেন্টাসের দেখা হয় না বললেই চলে। সেই ১৯৬৫ সালে সবশেষ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। তার আগে খেলেছিল একবারই, ১৯৫৯ সালে। 

সেই দুইবারই জিতেছিল জুভেন্টাস।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি