ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে প্রথম টেস্টে খেলবেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ১৪ মে ২০২২

অবশেষে চট্রগ্রাম টেস্টে খেলছেন সাকিব আল হাসান। শনিবার খবরটি নিশ্চিত করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। 

এ বিষয়ে মুমিনুল বলেন, “সাকিব ভাই খেলবে ইনশাআল্লাহ।”

বিশ্বসেরা এ অলরাউন্ডারকে রেখেই রোববার প্রথম টেস্টের একাদশ গড়বে টাইগাররা। বোর্ড আগেই জানিয়ে রেখেছিল শারীরিকভাবে টেস্ট খেলার মতো ফিট থাকলে ১৫ মে প্রথম টেস্টে মাঠে পাওয়া যাবে সাকিবকে। শুক্রবার দলের সঙ্গে যোগ দিয়ে শনিবার ব্যাটিং অনুশীলন করেছেন বাঁহাতি এ স্পিনার। তার ব্যাটিং ইতিবাচক হিসেবেই নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

সাকিবের ব্যাটিং নিয়ে মুমিনুল বলেন, “ব্যাটিং তো ভালোই করলো। আমার কাছে দেখে মনে হলো। খেলবে ইনশাআল্লাহ্‌।”

এদিকে কয়েকটি বল মোকাবেলা করার পর প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সাকিবকে প্রশ্ন করেন, “কেমন অনুভব করছ সাকিব?”, সাকিবের ছোট্ট জবাব, “গুড”। মিনিট দশেক ব্যাট চালিয়ে আবার নিজে থেকেই ডমিঙ্গোকে ঘুরে সাকিব বলেন, “ব্যাটিং ইজ ফাইন।”

এর আগে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেই করোনাভাইরাসে আক্রান্ত হন সাকিব। কোভিড পজিটিভ হওয়ায় চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছিলেন বাঁহাতি এ স্পিনার।

তবে সর্বশেষ পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন। যে কারণে প্রথম টেস্টে সাকিবের খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি