ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেরিতে খেলা শুরু, শতরানের দ্বিতীয় জুটি লিটন-মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১৮ মে ২০২২ | আপডেট: ১১:০৬, ১৮ মে ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুরুতেই ইনিংসে আরেকটি শতরানের জুটি পেল বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের জুটি সেঞ্চুরি করেছে ২১৩ বলে।

এই জুটি ৯৮ রানে অবিচ্ছিন্ন থেকে শেষ করেছিলেন তৃতীয় দিনের খেলা। চতুর্থ দিন খেলা শুরু হলে প্রথম ওভারেই তারা পৌঁছে যান সেঞ্চুরির ঘরে।

আধঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ায় সেশনগুলোর সময়ও পিছিয়ে গেছে। প্রথম সেশন হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। ৪০ মিনিটের লাঞ্চ বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশন। চলবে ৩টা ১০ পর্যন্ত। ২০ মিনিটের চা-বিরতির পর খেলা চলবে সাড়ে পাঁচটা পর্যন্ত।

এর আগে ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি হয় চট্টগ্রামে। তাতে খেলা শুরু হতে দেরি হওয়ার শঙ্কা জাগে। খানিকবাদেই হুট করে বদলে যায় প্রকৃতি। ৯.৪০ এর দিকে একটু একটু করে কাভার সরানো শুরু করেন মাঠ কর্মীরা।

এরপর আধ ঘণ্টা দেরিতে সকাল সাড়ে ১০টায় শুরু হয় চতুর্থ দিনের খেলা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি