বাংলাদেশের লিড, মুশফিকের সেঞ্চুরি
প্রকাশিত : ১৫:১৮, ১৮ মে ২০২২
অবশেষে লিডের খাতা খুলেছে বাংলাদেশ। ১৪০ ওভার পেরিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৩৯৭ রান পার করেছে টাইগাররা। এরইমধ্যে সেঞ্চুরি করেছেন মুশফিক।
২৭৬ বলে ১০৩ রান করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। অপরদিকে নাঈম হাসান ২২ বলে তিন রান করে টিকে আছেন।
এর আগে সাকিব আল হাসমান ৪৪ বলে ২৬ রান করে আউট হয়েছে। তার আগে লিটন দাস আউট হয়েছেন ১৮৯ বলে ৮৮ রান করে।
কাছে এসে সেঞ্চুরি মিস করেছেন লিটন দাস। মধ্যাহ্ন বিরতির পর কাসুন রাজিথার প্রথম বলেই শরীরের বাইরে খেলতে গিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন তিনি।
লিটনের পরে ক্রিজে এসেছিলেন আগের দিন ১৩৩ রানে আহত অবসরে যাওয়া তামিম ইকবাল। সুযোগ ছিল তারও ইনিংসটা বড় করার। কিন্তু রাজিথার পরের বলেই বোল্ড হয়ে যান তামিম। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে এগিয়ে নিচ্ছিলেন মুশফিক আর সাকিব। তবে পর পর সাকিব আর লিটনের আইটে আবারও কিছুটা ছন্দ হারায় ম্যাচ।
এর আগে পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে বেশি সময় নেননি মুশফিকুর রহিম। দিনের ১৬তম ওভারেই দেশের প্রথম ব্যাটার হিসেবে করে ফেলেছেন টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান।
এসবি/