মেন্ডিসের পর ম্যাথুসকেও রুখে দিলেন তাইজুল
প্রকাশিত : ১১:৪২, ১৯ মে ২০২২
শুরু থেকেই ক্রিজে আগ্রাসী কুশাল মেন্ডিস। ২৯ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিন শুরু করা শ্রীলঙ্কা লিড নিতে খুব বেশি সময় নেয়নি। দিনের পঞ্চম ওভারেই তারা পেরিয়ে গেছে বাংলাদেশকে। তবে মেন্ডিসকে হাফ সেঞ্চুরি করতে দেননি তাইজুল। পানি-পানের বিরতির পর দ্বিতীয় বলেই তাকে বোল্ড করেছেন ৪৮ রানে।
১০৬ রানের মাথায় এই উকেট হারায় শ্রীলঙ্কা। এরপর ক্রিজের হাল ধরেন করুনারত্নে আর ম্যাথুস। তবে ১১০ রানে কট এন্ড বোল্ড আউট হন ম্যাথুস। এই উকেটটিও নেন তাইজুল।
এরপর মাঠে আসেন ধানাঞ্জয়া ডি সিলভা। আর করুনারত্নে অপরাজিত ৪২ রানে।
এর আগে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নেয় বাংলাদেশ। এরপর মাত্র ৩৯ রানে লঙ্কানদের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।
প্রথম ইনিংসে লঙ্কানরা ব্যাট করতে নেমে ৩৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ৪৬৫ রান তোলে টাইগাররা।
এসবি/