ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মাইলফলকের সামনে তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২২ মে ২০২২ | আপডেট: ১৫:২৮, ২২ মে ২০২২

বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৯ রান দরকার তামিমের। 

সোমবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। এ ম্যাচেই তামিম ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বলে আশা করা যাচ্ছে।

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামার আগে ৫ হাজার রান করতে তামিমের দরকার ছিল ১৫২ রান। ওই ম্যাচে ১৩৩ রান করেন তামিম। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ হয়নি বাংলাদেশের।

২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তামিমের। এপর্যন্ত ৬৬ ম্যাচের ১২৬ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে এখন ৪৯৮১ রান এই বাঁ-হাতি ব্যাটারের। ব্যাটিং গড় ৪০ দশমিক ১৬। ব্যক্তিগত সর্বোচ্চ রান ২০৬। 

২০১৫ সালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করেছিলেন তিনি। 

এদিকে, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান স্পর্শ করেন মুশফিকুর রহিম। ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। মাইলফলক স্পর্শ করতে মুশির দরকার ছিল ৬৮ রান। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান এখন মুশফিকের। ৮১ ম্যাচের ১৪৯ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৫০৩৭ রান তার। ব্যাটিং গড় ৩৬ দশমিক ৭৬।

মুশফিক-তামিমের পর বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ৬০ টেস্টের ১১০ ইনিংসে ৪০৫৫ রান করেছেন এই অলরাউন্ডার। এরপরই আছেন স্টেট অধিনায়ক মোমিনুল হক। ৫২ টেস্টের ৯৬ ইনিংসে তার রান ৩৫১৬।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি