ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কাকে হারানোর ভালো সুযোগ দেখছেন মোমিনুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২২ মে ২০২২

মোমিনুল হক সৌরভ

মোমিনুল হক সৌরভ

Ekushey Television Ltd.

নিজেদের রেকর্ড এবং কন্ডিশনের কারণে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক সৌরভ। সোমবার সকালে ১০টায় মিরপুরে লড়াইয়ে নামবে দুই দল।

তার মতে, ড্র হওয়া চট্টগ্রামে টেস্টে শ্রীলঙ্কার উপর আধিপত্য বিস্তার দলকে আত্মবিশ্বাসী করে তুলেছে। স্পিনার তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিং নৈপূণ্যে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে ১৬১ রানে সফরকারীদের ষষ্ঠ উইকেট তুলে নিয়ে জয়ের সুযোগ সৃষ্টি করেছিল টাইগাররা। ওই সময় তাদের লিড ছিল মাত্র ৯৩ রান। 

কিন্তু নিরোশান ডিকওয়েলা ও দিনেশ চান্ডিমালের দারুণ ব্যাটিংয়ে রক্ষা হয় শ্রীলঙ্কার। ড্র’তেই শেষ হয় ম্যাচটি।

রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘আমরা এখানে দারুণ একটা সুযোগ দেখছি এবং আমরা নতুন করে শুরু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘শেষ টেস্টে কি হয়েছে সেগুলো নিয়ে আমরা ভাবতে চাই না। দল হিসেবে খেলতে পারলে ফল আমাদের পক্ষে আসবে বলে আশা করছি। মিরপুরে সব সময় ম্যাচের ফলাফল হয়েছে। আপনি খুব কমই দেখেছেন, এখানে ফলাফল ছাড়া ম্যাচ শেষ হয়েছে। এখানে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি একটি দল হিসেবে পারফর্ম করতে পারি..আমরা ধারাবাহিকভাবে একটি নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করতে পারলে মিরপুরে জয় পাওয়া সম্ভব।’

বাংলাদেশের জন্য ‘হোম অফ ক্রিকেট’ হিসেবে পরিচিত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত ২৩টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে প্রতিপক্ষ জিতেছে ১৩টি ম্যাচে, বাংলাদেশ জয় মাত্র ছয় ম্যাচে। তিনটি ম্যাচ ড্র হয়, একটি বৃষ্টিতে ভেস্তে যায়। কিন্তু ২০১৫ সালে বাংলাদেশ-আফ্রিকা ম্যাচের পর এখানে কোনো ম্যাচ ড্র হয়নি। ওই ম্যাচটি ভারী বর্ষণের কারণেই ড্র হয়।

এই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু কোনো জয়ের দেখা পায়নি টাইগাররা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির বাধার মুখে পড়তে পারে দ্বিতীয় টেস্ট। তবে বৃষ্টি বা খারাপ আবহাওয়ার মধ্যেও টেস্ট জয়ের জন্য সব ধরনের পরিকল্পনা করে রেখেছেন মোমিনুল। এই ভেন্যুতেই লঙ্কানদের বিপক্ষে হারের বন্ধ্যাত্ব ঘোঁচাতে চান টাইগার ক্যাপ্টেন।

মোমিনুল বলেন, ‘মিরপুর সবসময় ফল দেয়। আমি মনে করতে পারছি না, এখানে কবে রেজাল্ট হয়নি। এখানে ভালো বোলিং এবং ব্যাট করতে হবে আমাদের। টেস্ট জেতার জন্য আমরা ইতোমধ্যেই পরিকল্পনা করে রেখেছি।’

দলগত খেলার ওপর জোর দিয়ে মোমিনুল জানান, বাংলাদেশ দল হিসেবে খেললে জয়ের সুযোগ অনেকখানি বেড়ে যায়। 

অধিনায়ক বলেন, ‘শুধুমাত্র কিছু ব্যক্তিগত বুদ্ধিমত্তার মাধ্যমে একটি টেস্ট ম্যাচ জিততে পারবেন না! আপনাকে একটি দল হিসাবে খেলতে হবে এবং পুরো ১৫টি সেশনে আধিপত্য বিস্তার করতে হবে। যদি একটি সেশন খারাপ হয়ে যায়, তবে সেটাই ম্যাচ হারের জন্য যথেষ্ট।’

কক্সবাজারের রাজপুত্র খ্যাত এই বাহাতি ব্যাটার আরও বলেন, ‘আশা করি, আমরা দল হিসেবে খেলতে পারবো এবং আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ আমরা ম্যাচটি জিততে মুখিয়ে আছি।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি