ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৩ মে ২০২২ | আপডেট: ১১:০২, ২৩ মে ২০২২

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের ওপর নির্ভর করছে সিরিজের ভাগ্য। কেননা চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হয়েছিল।

শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারাত্নে জানিয়েছেন, তিনিও টস জিতলে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। এ উইকেটকে আগের অন্য ম্যাচগুলোর চেয়ে ভালো হিসেবে দেখছেন তিনি।

অন্যদিকে টাইগার অধিনায়ক মুমিনুল হক তার দলের কাছ থেকে প্রথম ইনিংসে বড় একটি সংগ্রহের আশা করছেন।

হোম অব ক্রিকেটে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিন ম্যাচেই সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমদ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি