ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা টেস্টে ৭ ওভারেই নেই ৫ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৩ মে ২০২২

টস জিতে ব্যাটিং নেওয়াটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে মুমিনুলদের। মাঠে বল গড়াতেই একের পর এক আউট হচ্ছেন ব্যাটাররা।

লঙ্কান পেসার কাসুন রাজিথার প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই ব্যাট প্যাডের ফাঁক গলে বোল্ড হয়েছেন ওপেনার মাহমুদল হাসান জয়। রানের খাতা খুলতে পারেননি তিনি।

পরের ওভারেই বিদায় নেন অভিজ্ঞ তামিম ইকবাল। আসিথা ফার্নান্ডোর ওভারের চতুর্থ বলটি লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন।  তিনিও ফিরে যান রানের খাতা না খুলেই।

প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে বিধ্বস্ত দলের হাল ধরার আগেই সাজঘরে ফিরেন অধিনায়ক মুমিনুল। আসিথা ফার্নান্দোর দ্বিতীয় শিকার তিনি। ৯ রানে আউট হলেন মুমিনুল। এই নিয়ে টানা ৬ ইনিংসে তিনি বিদায় নিলেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। সবশেষ ১৪ ইনিংসের ১১টিতেই তিনি স্পর্শ করতে পারলেন না ১০।

এবার ফের রাজিথার আঘাত। তার দ্বিতীয় শিকারে পরিণত হলেন শান্ত। তাকে বোল্ড করে দিলেন এ পেসার। ১৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন শান্ত।

রাজিথার পরের বলেই আউট সাকিব। তিনিও রানের খাতা খুলতেই পারেননি। রাজিথার ৩য় শিকার তিনি।

অর্থাৎ ৭ ওভারে ২৪ রানেই দলের অর্ধেক ব্যাটার নেই বাংলাদেশের।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৮ রান।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি