ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শঙ্কামুক্ত মেন্ডিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ২৩ মে ২০২২

কুশল মেন্ডিস

কুশল মেন্ডিস

Ekushey Television Ltd.

বুকে ব্যথার কারণ হিসেবে বড় কোনো সমস্যা পাওয়া যায়নি সফরকারী ব্যাটার কুশল মেন্ডিসের। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে খেলার সময় বুকের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।

পরে তার ইসিজি করা হলে কোনো রকম জটিলতা পাওয়া যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, পেশির টান জনিত কারণে তিনি ব্যথা অনুভব করেছেন বলে ধারণা করছেন চিকিৎসকরা।

এদিন মধ্যাহ্ন বিরতির আগমুহুর্তে বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়ার পরপরই পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় মেন্ডিসকে। 

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘তাকে ইসিজি করানো হয়েছে এবং সেখানে কোনো সমস্যা পাওয়া যায়নি। আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে তিনি হোটেলে ফিরতে পারবেন। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।’

এর আগে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেন মেন্ডিস। দ্বিতীয় ইনিংসে দ্রুত গতিতে ৪৮ রান করে আউট হন তিনি। যার ফলে ম্যাচটি ড্রয়ের পথে নিয়ে যায় শ্রীলঙ্কা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি