ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

লড়াই চালিয়ে যাচ্ছেন সাকিব-লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ২৭ মে ২০২২

মুশফিকুর রহিমের বিদায়ের পর দলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন সাকিব-লিটন। ইতিমধ্যে ষষ্ঠ জুটির ব্যাটে ভর করে লিডে বাংলাদেশ। এই জুটি বড় হলে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর সম্ভাবনা বেড়ে যাবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪৭ রানে লিটন ও সাকিব আছেন ৪৮ রানে। বাংলাদেশ এখন পর্যন্ত ৩ রান লিড দিয়েছেন।

এর আগে মুশফিকের বিদায়ে সকালের সেশনেই উইকেট হারায় বাংলাদেশ। রাজিথার বলে বোল্ড হয়ে ৩৯ বলে ২৩ রানে ফেরেন মুশফিক।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ম্যাচ বাঁচাতে হলে মুশফিক ও লিটন জুটিকে ব্যাট করতে হবে লাঞ্চ পর্যন্ত। এরপর তিনি নিজে ক্রিজে গিয়ে সময় কাটাতে চান অন্তত তিন ঘণ্টা। লাঞ্চের আগে উইকেট হারালেও একটির বেশি হারানো যাবে না, বলেছেন সাকিব। প্রথম সেশনে একাধিক উইকেট হারালেই দলের জন্য বাজে হবে বলে ধারণা তার।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি