ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

লিড নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৭ মে ২০২২

দিনের শুরুতে হতাশ করেছেন মুশফিকুর রহিম। তবে দল তাকে হারালেও লড়াই করেছেন সাকিব-লিটন। শুধু তাই নয়, তাদের ব্যাটে চেপে ঢাকা টেস্টে লিড নিল বাংলাদেশ। ৮ রানের লিড নিয়ে লাঞ্চে গেল টাইগাররা। 

এদিকে, লাঞ্চ বিরতির শেষ বলে চার মেরে নিজের ২৭তম ফিফটি তুলে নেন সাকিব আল হাসান।

৫ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৪৮ রানে লিটন ও সাকিব আছেন ৫২ রানে। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন ১৫৩ বলে ৯৬ রান করেছেন।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছিলেন, ম্যাচ বাঁচাতে হলে মুশফিক ও লিটন জুটিকে ব্যাট করতে হবে লাঞ্চ পর্যন্ত। এরপর তিনি নিজে ক্রিজে গিয়ে সময় কাটাতে চান অন্তত তিন ঘণ্টা। লাঞ্চের আগে উইকেট হারালেও একটির বেশি হারানো যাবে না, বলেছেন সাকিব। প্রথম সেশনে একাধিক উইকেট হারালেই দলের জন্য বাজে হবে বলে ধারণা তার।

নিজের কথার মান রেখেছেন সাকিব। মুশফিক ফিরলেও লিটনকে নিয়ে প্রথম সেশন পাড়ি দিয়েছেন সাকিব। এখন অপেক্ষা বাকিটা সময়। জয় অথবা পরাজয় দুটির ভাগ্যই দোলা দিচ্ছে টিম টাইগারের সামনে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি