ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

২৮ রানের লিডেই অলআউট বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ২৭ মে ২০২২ | আপডেট: ১৩:৫৩, ২৭ মে ২০২২

Ekushey Television Ltd.

লিটন, সাকিব, মোসাদ্দেক, তাইজুল ও খালেদের পর পর বিদায়ে শেষ পর্যন্ত মাত্র ২৮ রানের লিডেই ইনিংস শেষ করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত নট আউট ছিলেন ইবাদত। 

ব্যাট হাতে লড়াই করতে পারেন বলে পরিচিতি যার, সেই তাইজুল ইসলামও পারেননি বেশিক্ষণ টিকতে। তাকে ফিরিয়ে আসিথা ফার্নান্দো ধরেছেন ইনিংসের পঞ্চম শিকার।

আসিথা ফার্নান্দোর ফুল লেংথ বলের লাইন মিস করেন তাইজুল। তার ডিফেন্স ফাঁকি দিয়ে বল লাগে প্যাডে। লঙ্কানদের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। তাইজুল বাঁচতে পারেননি রিভিউ নিয়ে। আউট হন তিনি ১০ বলে ১ রান করে।

এর আগে বাজে শট খেলে রমেশ মেন্ডিসের বলে আউট হন মোসাদ্দেক। 

মোসাদ্দেক রিভিউ নিয়েছিলেন ঠিকই। কিন্তু দেখা যায়, বল লাগেনি ব্যাটে, আঘাত করছিল স্টাম্পে। এতে এক উইকেট ও রিভিউ হারায় বাংলাদেশ।

২২ বলে ৯ রান করে আউট হন মোসাদ্দেক। 

লিটন দাস আউট হওয়ার পর খুব বেশিক্ষণ টেকেননি সাকিব আল হাসানও। আউট হন তিনি ৭২ বলে ৫৮ রান করে।

চতুর্থ দিন শেষে সাকিব বলেছিলেন, শেষ দিনে অন্তত তিন ঘণ্টা ব্যাট করতে চান তিনি। যেতে পেরেছেন সেটির কাছাকাছি, ক্রিজে ছিলেন ২ ঘণ্টা ২১ মিনিট।

এসএস/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি