ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কাউন্টিতে আশরাফুলের ঝড়ো সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০১, ২৯ মে ২০২২

মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল

ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ আশরাফুল। রোববার চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে ঝড়ো ব্যাটিংয়ে কাউন্টি ক্রিকেটে সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের সুপারস্টার ও সাবেক এই টাইগার অধিনায়ক।

ইংল্যান্ডের মাইনর কাউন্টিতে এদিন ৮৫ বলে ১০৭ রানের দারুণ এই ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের ডার্বিশায়ার কাউন্টিতে এই শতক হাঁকিয়েছেন আশরাফুল। কাউন্টি মাইনর ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। 

এর আগে ২০০৬ সালে প্রথম মাইনর ক্রিকেট খেলতে ইংল্যান্ড যান মোহাম্মদ আশরাফুল। এরপর ২০১২ ও ২০১৯ সালেও খেলেছেন মাইন কাউন্টিতে।

আর এবার আশরাফুল ছাড়াও এই ক্রিকেট লীগে খেলছেন ইমরুল কায়েস, জহুরুলর হক অমি, ফরহাদ রেজা, আরাফাত সানি ও এনামুল জুনিয়র। গত ৭ মে ইংল্যান্ডে পাড়ি দেন তারা।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি