ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কাউন্টিতে আবারও আশরাফুলের তাণ্ডব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ৩১ মে ২০২২ | আপডেট: ১১:৩০, ৩১ মে ২০২২

ইংল্যান্ড মাইনর কাউন্টি ক্রিকেট লিগে আবারও তাণ্ডব চালালেন মোহাম্মদ আশরাফুল। তবে এবার মাত্র ৫ রানের জন্য মিস করলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। 

জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ না পেলেও দেশের ঘরোয়া ক্রিকেটে প্রায় নিয়মিত দেখা যায় মোহাম্মদ আশরাফুলকে। এবার তিনি ইংল্যান্ডের লিগ মাইনর কাউন্টিতে খেলছেন। 

সেখানে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন টেস্ট ক্রিকেটের সর্ব কনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।

আগের ম্যাচে ৮৫ বলে ১০৭ রানের ইনিংসের পর এবার মাত্র ৫ রানের জন্য দ্বিতীয় সেঞ্চুরি মিস করেছেন তিনি। 

কাউন্টিতে এবার সানডে লিলুগটনের হয়ে প্রতিনিধিত্ব করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি