ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সতীর্থ থেকে সঙ্গিনী হলেন দুই নারী ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ৩১ মে ২০২২ | আপডেট: ১৬:০২, ৩১ মে ২০২২

হাতে হাত রেখে ম্যাচ জেতানো নেশা যেনো পেয়ে বসেছে সর্বক্ষণের জন্যে। তারই প্রমাণ দেয় ইংল্যান্ড নারী দলের দুই ক্রিকেটার ক্যাথরিন ব্রান্ট এবং ন্যাট সিভার। সবুজ ঘেরা মাঠে তারা সতীর্থ। আর সেখান থেকেই সূচনা আরেকটি সম্পর্কের। মানে প্রণয়। অবশেষে নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক রূপ দিলেন তারা। দীর্ঘদিন প্রেমের পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ব্রান্ট-সিভার।

ব্রান্ট ও সিভার বিয়ের খবরটি নিশ্চিত করেছে ইসিবি। দুই তারকা ক্রিকেটারের বিয়ের সাজের একটি মুহূর্ত শেয়ার করে এই জুটিকে অভিনন্দন জানিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।

কয়েক বছর আগেই গণমাধ্যমে ২০১৭ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী এই দুই নারী ক্রিকেটারের সম্পর্কের কথা শোনা গিয়েছিল।

এরপর ২০২০ সালেই ব্রান্ট-সিভার সামাজিকভাবে বিয়ের কথা ছিল। কিন্তু করোনার কারণে তখন আর সম্ভব হয়নি। মাঝে নারী বিশ্বকাপের ব্যস্ততা। সবমিলিয়ে এতদিন পর নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিকতা দিতে পেরেছেন দুজন।

নারী ক্রিকেটারদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। হিন্দুস্থানের প্রতিবেদন অনুসারে, এই নিয়ে তৃতীয়বার এমনটা হয়েছে।

এর আগে প্রথম জুটি হিসেবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নিউজিল্যান্ডের অ্যামি সাদারহোয়াইট এবং লিয়া তাহু। এরপর বিবাহ বন্ধনে বাঁধা পড়েন দক্ষিণ আফ্রিকার মারিজান্নে কাপ এবং ড্যান ভ্যান নিকার্ক। এবার ক্রিকেটের তৃতীয় জুটি হিসেবে বাঁধা পড়লেন ব্রান্ট-সিভার।

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি