ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ক্রিকেট থেকে সরে এবার নেতা সৌরভ?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ২ জুন ২০২২ | আপডেট: ০৯:১৮, ২ জুন ২০২২

ক্রিকেটের পিচে দাপট দেখিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রশাসনিক প্রধান হিসাবেও দায়িত্ব সামলাচ্ছেন তিনি৷ এবার কি তবে রাজনীতির ময়দানে সৌরভ? টুইটে কি সেই ইঙ্গিতই দিলেন মহারাজ?

বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের আচমকা টুইট নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ ক্রিকেট থেকে সরছেন মহারাজ? টুইটে কি এমনটাই ইঙ্গিত দিলেন তিনি? যদিও বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভ ইস্তফা দেননি৷

টুইটে সৌরভ লিখেছেন, ১৯৯২ সাল থেকে তার ক্রিকেটের জার্নি শুরু৷ ৩০ বছর হয়ে গিয়েছে৷ ক্রিকেট তাকে অনেক কিছু দিয়েছে৷ সবার সমর্থনের কথাও টুইটে উল্লেখ করেছেন সৌরভ৷ 

তার কথায়,‘‘প্রত্যেক মানুষকে ধন্যবাদ যারা আমার এই জার্নিতে আমায় সমর্থন করেছেন৷ আজ আমি যেখানে পৌঁছাতে পেরেছি, তা আপনাদের সবার সাহায্যেই৷  আমি নতুন কিছু শুরু করতে চলেছি৷ খুব সম্ভবত এতে অনেক মানুষের উপকার হবে৷ আমি আশা করব আমার জীবনের এই অধ্য়ায়েও আপনাদের সবার সমর্থন থাকবে৷’’

এরপরই জল্পনা শুরু হয়েছে, এবার কি রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন ভারতের সাবেক ক্রিকেটার? সম্প্রতি সৌরভের বেহালার বাড়িতে গিয়ে নৈশভোজ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় এক ঘণ্টার মতো সময় সৌরভের বাড়িতে ছিলেন অমিত শাহ। সোফায় পাশাপাশি বসে কথাও বলেন তারা। 

অমিত শাহের সঙ্গে সেই সময় ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ স্বপন দাশগুপ্ত৷

কলকাতা সফরে এসে সৌরভের বাড়িতে নৈশভোজ খেয়ে সাবেক ভারতীয় অধিনায়কের রাজনীতিতে যোগ দেয়া নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন অমিত শাহ। এবার সৌরভের এই টুইটে রাজনীতিবিদ হিসেবে সৌরভের নতুন জার্নির ইঙ্গিত আরো জোরালো হল৷

সূত্র: ডয়েচে ভেলে, আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি