ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিচেল-ব্লান্ডেলে লর্ডসে ড্রাইভিং সিটে কিউয়িরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ৪ জুন ২০২২

১৮০ রানের অনবদ্য জুটি গড়ার পথে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল

১৮০ রানের অনবদ্য জুটি গড়ার পথে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল

Ekushey Television Ltd.

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে দাপট দেখাল নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১৮০ রানের জুটি গড়লেন দুই কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল। এই দুজনের ব্যাটেই দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে ২২৭ রানের লিড নিল সফরকারীরা। অর্থাৎ ম্যাচের লাগাম এখন অনেকটাই কেন উইলিয়ামসনদের হাতে।

শুক্রবার দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল প্রথম দিনের মতোই। পিচে পড়ে সুইং করছিল বল। যা খেলতে পারছিলেন না ব্যাটাররা। প্রথম দিনের শেষে সাত উইকেটে ১১৬ রান সংগ্রহ ছিল ইংল্যান্ডের। দ্বিতীয় দিনের শুরুতেই বাকি তিন উইকেট হারিয়ে ২৫ রান যোগ করতে পারে স্বাগতিকরা। 

যার ফলে ১৪১ রানেই শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। অর্থাৎ মাত্র ৯ রানের লিড নিতে পারেন বেন স্টোকসরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার জ্যাক ক্রাউলির ব্যাট থেকে। এছাড়া অ্যালেক্স লীসের ২৫ রানের পর তৃতীয় সর্বোচ্চ ২২ রান আসে অতিরিক্ত খাত থেকে।

কিউয়ি পেসারদের মধ্যে টিম সাউদি ৫৫ রানে ৪টি, ট্রেন্ট বোল্ট ২১ রানে ৩টি এবং কাইল জেমিসন ২০ রানে ২টি উইকেট দখল করেন।

পরে অল্প ওই রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও খুব একটা ছন্দে ছিলেন না নিউজিল্যান্ডের ব্যাটাররা। ইংলিশ পেসারদের সামনে রীতিমত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন টম ল্যাথাম (১৪), উইল ইয়ং (১), অধিনায়ক কেন উইলিয়ামসন (১৫), ডেভন কনওয়েরা (১৩)। 

যাতে এবারও মাত্র ৫৬ রানেই চার উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। দেখে মনে হচ্ছিল, দ্বিতীয় দিনেই বুঝি অলআউট হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

তবে এর পরেই বদলে গেল চিত্রটা। ধীরে ধীরে বিপর্যয় সালাম দিয়ে বড় জুটিই গড়লেন মিচেল ও ব্লান্ডেল। ইংল্যান্ডের বোলাররা তাদের সমস্যায় ফেলতে পারেননি। দেখে মনে হচ্ছিল, যেন অন্য এক পিচে খেলছেন তারা। দ্বিতীয় সেশনের পরে রান তোলার গতিও খানিকটা বেড়ে যায়। দুই ব্যাটারই অর্ধশতক পূরণ করেন।

তবে লর্ডসের দর্শকরকূল অপেক্ষা করছিলেন জোড়া শতরানের। সেটা অবশ্য হয়নি। কারণ, তার আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়। তবে আজ হলে হতেও পারে। কারণ, দুই অপরাজিত ব্যাটার ড্যারিল মিচেল ৯৭ রানে এবং টম ব্লান্ডেল ৯০ রান করে অপেক্ষায় আছেন।

তবে তাদের দুজনের অনবদ্য ১৮০ রানের জুটিতে ভর ক্রএ দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় চার উইকেটে ২৩৬-এ। ইংল্যান্ডের থেকে ২২৭ রান এগিয়ে তারা। 

টেস্টের এখনও তিন দিনের খেলা বাকি। প্রথম ইনিংসে স্বাগতিক ব্যাটাররা যেভাবে ব্যাট করেছেন তাতে এখন থেকেই হারের চিন্তা শুরু হয়ে গেছে ইংলিশ সমর্থকদের মাথায়। 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি