ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এবার ১৮২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন আশরাফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ৫ জুন ২০২২

মোহাম্মদ আশরাফুল

মোহাম্মদ আশরাফুল

Ekushey Television Ltd.

ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগে দ্বিতীয় বিভাগের দল লুনিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। মাঠে নামলেই খেলছেন বড় বড় ইনিংস। সর্বশেষ ম্যাচে কোয়ার্নডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিধ্বংসী ব্যাট করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

যার ফলে শনিবার কোয়ার্নডন ক্রিকেট ক্লাবকে ১৪৩ রানে হারিয়েছে লুনিংটন পোর্ক ক্রিকেট ক্লাব। 

এদিন আগে ব্যাট করে ২৬৯ রানের সংগ্রহ পায় লুনিংটন। জবাব দিতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় কোয়ার্নডন।

লুনিংটনের হয়ে এদিন একাই দুই তৃতীয়য়াংশ রানই করেন আশরাফুল। ওপেনিংয়ে নেমে খেলেছেন ১৮২ রানের ঝোড়ো ইনিংস। ১৩৬ বলে ৩২ চারের পাশাপাশি এই টাইগার ক্রিকেটার হাঁকান দুটি ছক্কাও। স্ট্রাইকরেট ছিল ১৩৩। এমনকি নয় নম্বরে নামা রায়ান ওয়ারকে নিয়ে ১৪৭ রানের জুটি গড়েন আশরাফুল।

বল হাতেও এদিন উজ্জল ছিলেন আশরাফুল। ইনিংসের শুরুতে ছয় ওভার হাত ঘোরান। ১০ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। 

এই ম্যাচের আগেও একটি সেঞ্চুরি এবং একটি নব্বই ঊর্ধ্ব রানের ইনিংস খেলেন আশরাফুল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি