ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৮ রানে অলআউট, ৭ বলে জয়!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৫ জুন ২০২২

আরব আমিরাতের সফলতম বোলার মাহিকা গৌড়

আরব আমিরাতের সফলতম বোলার মাহিকা গৌড়

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৯ প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই পর্বের ম্যাচে খেলতে নেমেছিল নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টস জিতে ব্যাটিং নেয় নেপাল নারী দল। তারপর তারা যা করল- তা ইতিহাসের অংশ হয়ে গেল।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া বাছাই পর্বের ম্যাচে শনিবার টস জিতে ব্যাটিংয়ে নামার পর সবাই মিলে খেলেন মাত্র ৮ ওভার ১ বল। শুরু থেকেই ধস নামে তাদের ব্যাটিংয়ে। ছয় জন ব্যাটার তো কোনো রানই করতে পারেননি। সর্বোচ্চ ব্যক্তিগত রান ৩, করেছেন স্নেহা মাহারার। ১০ বল খেলে তিনি এ রান করেন। ওভারপ্রতি এক রান হিসেবে মোট আট রান জমা পড়ে তাদের স্কোরবোর্ডে।

সংযুক্ত আরব আমিরাতের সফলতম বোলার ছিলেন ডান হাতি স্পিনার মাহিকা গৌড়। ৪ ওভার বল করে মাত্র ২টি রান দিয়ে ৫টি উইকেট ঝুলিতে পোরেন তিনি। এর মধ্যে মেডেন ছিল ২ ওভার। আমিরাতের আরেক বোলার ইন্দুজা নন্দকুমার ছয় রান দিয়ে নেন ৩ উইকেট। অন্যদিকে মাত্র একটি বল করে এক উইকেট নেন সামাইরা ধরনিধরকা।

জয়ের জন্য আরব আমিরাতের সামনে লক্ষ্য ছিল ৯ রান। সাত বল খেলেই তারা সেই লক্ষ্যে পৌঁছে যান। দুই ওপেনার তীর্থা সতীশ ও লাবণ্য কেনি যখন দলকে জয়ী করে প্যাভিলিয়নে ফিরছেন, তখনো বাকি ১১৩ বল। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯.২ ওভারে শেষ হয় এই টি-টোয়েন্টি ম্যাচটি।

আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সবচেয়ে কম রানের ম্যাচের রেকর্ড। ঘরোয়া ক্রিকেটে অবশ্য এর চেয়ে কম রানের একটি রেকর্ড রয়েছে। ২০১৭ সালে ঘরোয়া ক্রিকেটে নাগাল্যান্ডের অনূর্ধ্ব-১৯ নারী দল একদিনের ম্যাচে দুই রানে অলআউট হয়ে গিয়েছিল কেরলের বিরুদ্ধে। সেই ম্যাচের দুটি রানের একটি এসেছিল ওয়াইড থেকে।

ভুটান, নেপাল, থাইল্যান্ড, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ার টুর্নামেন্ট খেলা হচ্ছে। বিজয়ীরা ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

নেপাল শুক্রবার তাদের প্রথম ম্যাচ জিতেছিল, যেখানে তারা কাতারকে ৩৮ রানে আউট করে ৭৯ রানে জয় ছিনিয়ে নেয়। তবে এদিন নিজেরাই একেবারে লেজেগোবরে হয়ে লজ্জার নজির গড়ল।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি