ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

তামিম মিথ্যা বলেছে: পাপন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ৭ জুন ২০২২ | আপডেট: ১২:৫৭, ৭ জুন ২০২২

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সুযোগই নাকি পাচ্ছেন না তামিম ইকবাল। এমন অভিযোগকে মিথ্যা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছয় মাসের বিরতিতে যান তামিম ইকবাল। সেই ছয় মাসের বিরতি প্রায় শেষের পথে। কিন্তু তামিম এই ফরম্যাটে ফিরবেন কি না সেটা নিশ্চিত নয়। স্পষ্ট করে কিছু বলেননি এই ওপেনার।

তবে সম্পতি এক সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, “টি-টোয়েন্টি নিয়ে যে পরিকল্পনা আমার, তা বলার সুযোগই দেওয়া হচ্ছে না। আমি এতটুক ডিজার্ভ করি যে, আমি কি চিন্তা করি না চিন্তা করি এটা আমার মুখ থেকে শোনা।”

তামিমের এই বক্তব্য পুরোপুরি মিথ্যা বলে দাবি করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি শোনালেন একেবারে ভিন্ন কথা। জানালেন, তামিমকে ফেরানোর জন্য অন্তত চারবার তার সঙ্গে বৈঠক করেছেন তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নাজমুল হাসান পাপন বলেন, “এটা পুরোপুরি মিথ্যা কথা। তাকে আমার বাসায় ডেকে আমি অন্তত চারবার টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্য সদস্যরাও তাকে অনুরোধ করেছেন, সে বলেছে খেলবে না। এখন দেখেন কী বলছে।”

বিসিবি প্রধান আরও বলেন, “তাকে অনেকবার ফেরানোর চেষ্টা করা হলেও সে লিখিত দিয়ে বলেছে টি-টোয়েন্টি খেলবে না। তাই বুঝতে পারছি না তার সমস্যাটা কোথায়। সে যা বলে তাকে বলতে দিন, আমাদের হাতে যা প্রমাণ আছে, তা আমরা হাজির করব।”

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা চাই সে টি-টোয়েন্টি খেলুক। সে যদি বিশ্বকাপে খেলতে চায় তাহলে আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে হবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি