ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অজিদের বিপক্ষে পুরো শক্তি নিয়েই নামছে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

কলম্বোয় শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাজধানীর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচটির জন্য আগেই শক্তিশালী একাদশ ঘোষণা করেছে এসএলসি।

সফরকারীদের বিপক্ষে নেতৃত্ব দেবেন তারকা পেস অলরাউন্ডার দাসুন শানাকা। একাদশে রাখা হয়েছে আইপিএলের ১৫তম আসর মাতানো লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভাকেও। 
এছাড়াও আছেন দুশমন্থা চামিরা, মাহিশ থিকসানা, চামিকা করুনারত্নে এবং ভানুকা রাজাপাকশের মতো লড়াকু ক্রিকেটাররাও।

সবশেষ আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলেন মাথিশা পাথিরানা। লঙ্কানদের হয়ে মাত্র দুই ম্যাচে মাঠে নামলেও বোলিং অ্যাকশনটা কিংবদন্তী পেসার মালিঙ্গার মতো হওয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন। 

এই পেসারকেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে জায়গা পাননি প্রথম ম্যাচের একাদশে। তাই ছোট ফরম্যাটের ক্রিকেটে অভিষেকের অপেক্ষাটা আরও দীর্ঘায়িতই হচ্ছে ১৯ বছর বয়সী বোলারের।

প্রথম টি-টোয়েন্টির জন্য শ্রীলঙ্কার একাদশ: 
দানুসকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, দুশমন্ত চামিরা ও মাহিশ থিকসানা।

এদিকে, অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশে থাকছেন-
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও জশ হ্যাজলউড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি